অনলাইনে বেতন নির্ধারণী


জরুরী নির্দেশনা

(প্রিন্ট নিন এবং বেতন নির্ধারণের সময় নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে অনুসরণ করুন)

১. এই ওয়েবসাইটটি কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। ব্যাংক এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণের জন্য এই ওয়েবসাইটটি প্রযোজ্য নয়।
২. অনলাইনে ০১.০৭.২০১৫ তারিখের বেতন নির্ধারণ সম্পন্ন করার পর বেতন পুনঃনির্ধারণ, ০১.০৭.২০১৫ পরবর্তী নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ইত্যাদি সংক্রান্ত বেতন নির্ধারণী ফরম অনলাইনের মাধ্যমে পূরণ এবং হিসাবরক্ষণ কার্যালয় হতে তা’ প্রতিপাদন করতে হবে।
সাবধান: কৌতুহলবশতঃ অপ্রয়োজনে কোন অপসনে এন্ট্রি দিলে পরবর্তীতে প্রয়োজনীয় অপসনে এন্ট্রির সময় জটিলতার সৃষ্টি হবে।
৩. যে সকল কর্মচারী ০১.০৭.২০১৫ তারিখের পর ইতোমধ্যে এ সকল সুবিধাদি গ্রহণ করেছেন তাঁদেরকেও অনলাইনের মাধ্যমে ফরম পূরণ এবং প্রতিপাদন সম্পন্ন করতে হবে। এসব সুবিধাদির মধ্যে যেটি আগে প্রাপ্য সেটির বেতন নির্ধারণ এবং প্রতিপাদন আগে সম্পন্ন করতে হবে। এন্ট্রি দেয়ার সময় 17 ডিজিটের (জন্ম সালসহ) এনআইডি এবং পূর্ণ ভেরিফিকেশন নম্বর (যেমন ২২০০-১৪২৫) লিখতে হবে। প্রয়োজনে 'বেতন নির্ধারণী' স্ক্রিনের 'প্রিন্ট প্রিভিউ' অপসন হতে পূর্ণ ভেরিফিকেশন নম্বর পাওয়া যাবে।
৪. আপলোড করতে হবে এমন কোন আদেশের সাইজ ৩ পৃষ্ঠার অধিক হলে এর ১ম পৃষ্ঠা, সংশ্লিষ্ট নামসম্বলিত পৃষ্ঠা এবং আদেশকারীর স্বাক্ষরযুক্ত শেষ পৃষ্ঠার সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে) আপলোড করতে হবে।
৫. প্রয়োজনে বেতন পুনঃনির্ধারণ, ০১.০৭.২০১৫ পরবর্তী নতুন নিয়োগ, বদলি, পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড ইত্যাদি সংক্রান্ত বেতন নির্ধারণী ফরম অনলাইনের মাধ্যমে পূরনের নিয়মাবলী ‘ব্যবহার নির্দেশিকা’ তে দেখা যেতে পারে ।

আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি।