চালানের অর্থ ফেরত নেওয়া এবং চালানের তথ্য সংশোধন একটি জটিল ও সময় সাপেক্ষ বিষয়। তাই এ-চালান সিস্টেমে এন্ট্রিসমূহ নির্ভুল ও যথাযথভাবে প্রদান করা হয়েছে কিনা তা সতর্কতার সাথে যাচাই করার জন্য সকল User-দের বিশেষভাবে অনুরোধ করা হল। পাসপোর্ট এর ক্ষেত্রে পাসপোর্ট আবেদনের সাথে মিলিয়ে এ চালান সিস্টেমে গ্রাহকের নাম এন্ট্রি করার জন্যও অনুরোধ করা হল।