অনলাইনে বেতন নির্ধারণী

অনলাইনে বেতন নির্ধারণী ওয়েবসাইটে আপনাকে স্বাগতম
সরকারি কর্মচারীগণ এই ওয়েবসাইট ব্যবহার করে জাতীয় বেতন স্কেল ২০১৫ এ ১.৭.২০১৫ তারিখে বেতন নির্ধারণ এবং পরবর্তীতে নতুন নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ এবং সমপদে স্কেল উন্নীতকরণ জনিত বেতন নির্ধারণী ফরম দাখিল করবেন। হিসাবরক্ষণ কার্যালয় দাখিলকৃত তথ্যসমূহ যাচাই করে প্রতিপাদন করবেন।

বিশেষ সতর্কতা


ধীর-স্থিরভাবে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন। তাড়াহুড়ো করতে যেয়ে কোন ভুল করলে আপনার কাজটি নিষ্পন্ন করতে বিলম্ব হতে পারে।
কেবলমাত্র সরকারি কর্মচারীগণ এই সাইট ব্যবহার করবেন। ব্যাংক এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই সাইটটি প্রযোজ্য নয়।
০১-০৭-২০১৮ ইনক্রিমেন্ট নবায়ন ও ডাটা মাইগ্রেশন এর জন্য আগামী ২৮-০৬-২০১৮ তারিখ বেতন নির্ধারণ অপসন বন্ধ থাকবে। ০১-০৭-২০১৮ তারিখ হতে পুনরায় বেতন নির্ধারণ করা যাবে।

পূর্ব প্রস্তুতি:

১. জাতীয় পরিচয়পত্র
২. মোবাইল ফোন নম্বর
৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
৬. প্রিন্ট করার ব্যবস্থা